রবিবার , এপ্রিল ২৮ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে জরিমানা

অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে জরিমানা


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে সয়াবিন তেল অতিরিক্ত মূল্যে বিক্রি করায় এবং দোকানে মূল্য তালিকা না থাকায় দুই দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় চার ব্যারেল তেল উদ্ধার করে সরকারী মূল্যে বিক্রি করার নিদের্শ দিয়েছে ভোক্তা অধিকার দপ্তরের নওগাঁ জেলা সহকারী পরিচালক শামীম হোসেন। বুধবার দুপুরে নওগাঁর রাণীনগনর উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের নওগাঁ জেলা সহকারী পরিচালক।

এসময় আবাদুপুকর বাজারের আকাশ ষ্টোরে অতিরিক্তি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে ষ্টোরের মালিক মোফাজ্জল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই দোকান থেকে চার ব্যারেল খোলা তেল উদ্ধার করে মাইকিং করে সরকারী দামে তেল বিক্রির নির্দেশ দেয়া হয়। এছাড়া একই বাজারে সাথী ষ্টোরে মূল্য তালিকা না থাকায় ওই ষ্টোরের মালিক শাহজাহানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের নওগাঁ জেলা সহকারী পরিচালক।

আরও দেখুন

নন্দীগ্রামে পুরোদমে চলছে বোরো ধান কাটা-মাড়াই

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলার শস্য ভান্ডার হিসেবে খ্যাত নন্দীগ্রাম উপজেলা। এখন এই উপজেলায় পুরোদমে চলছে …