শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে জরিমানা

অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে জরিমানা


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে সয়াবিন তেল অতিরিক্ত মূল্যে বিক্রি করায় এবং দোকানে মূল্য তালিকা না থাকায় দুই দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় চার ব্যারেল তেল উদ্ধার করে সরকারী মূল্যে বিক্রি করার নিদের্শ দিয়েছে ভোক্তা অধিকার দপ্তরের নওগাঁ জেলা সহকারী পরিচালক শামীম হোসেন। বুধবার দুপুরে নওগাঁর রাণীনগনর উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের নওগাঁ জেলা সহকারী পরিচালক।

এসময় আবাদুপুকর বাজারের আকাশ ষ্টোরে অতিরিক্তি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে ষ্টোরের মালিক মোফাজ্জল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই দোকান থেকে চার ব্যারেল খোলা তেল উদ্ধার করে মাইকিং করে সরকারী দামে তেল বিক্রির নির্দেশ দেয়া হয়। এছাড়া একই বাজারে সাথী ষ্টোরে মূল্য তালিকা না থাকায় ওই ষ্টোরের মালিক শাহজাহানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের নওগাঁ জেলা সহকারী পরিচালক।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …