নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী গোপাল অধিকারী। গত ৬ সেপ্টেম্বর শুক্রবার ঈশ্বরদীর হরে কৃষ্ণ সংঘ মন্দিরে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মতবিনিময় সভায় বিগত বছরের সাংগঠনিক কর্মকান্ড বিবেচনা করে পাবনা জেলা কমিটি ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ এই দায়িত¦ অর্পন করেন। দায়িত্ব পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গোপাল অধিকারী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়কে অসাম্প্রদায়িক চেতনায় জাগ্রত করে কিভাবে সকল ধর্ম ও জাতি মিলে ভাতৃত্বের বন্ধনে এগিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করব। উল্লেখ্য যে, সংগঠনের সাধারণ সম্পাদক বিমল চক্রবর্তী প্রয়াত হওয়ায় এই পদটি শূণ্য হয়।
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঈশ্বরদী উপজেলা সাধারণ সম্পাদক গোপাল অধিকারী
আরও দেখুন
প্রভাবশালীরা সরকারী হাটের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ, হাট বসছে মহাসড়কের দুই পার্শ্বে, যেকোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের হিলি হাকিমপুরে সাদুড়িয়া বাজারে সরকারি হাটের জায়গা দখল করে অবৈধ ভাবে পাকা …