বৃহস্পতিবার , ফেব্রুয়ারি ১৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ার লালোর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সিংড়ার লালোর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া

নাটোরের সিংড়ায় লালোর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিদ্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বিদ্যালয়ে বিদ্যুত বিলের নামে অতিরিক্ত ৩০ টাকা করে অর্থ আদায, ভবন নির্মানে দুর্নীতি, সেশন ফির নামে চাঁদাবাজি, ভুমিহীনদের উচ্ছেদ সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন। এসব অনিয়ম ও দুর্নীতির সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি সরাসরি জড়িত দাবী করে সুষ্ঠু তদন্তের দাবী জানান বক্তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কেউ কথা বলতে রাজি হয়নি।

আরও দেখুন

সিংড়ায় অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মেরঅভিযোগ: অপসারণের দাবি

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলার রহিম ইকবাল কে.জি. একাডেমীর অধ্যক্ষপারভীন আক্তারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *