নিজস্ব প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়ায় আব্দুস সালাম (৪৫) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করে ১ বছরের সাজা দিয়েছে ভাম্যমান আদালত। রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো উপজেলার পৌর শহরের বালুয়া বাসুয়ায় অভিযান করে পলিপস সেন্টার থেকে ঐ ডাক্তারকে আটক করেন। পরে তার নিকট ডাক্তারি কোন সনদ না থাকায় তাকে ১ বছরের সাজা প্রদান করে।
জানা যায়, প্রায় ১৫ বছর ধরে আব্দুস সালাম সিংড়া শহরে পলিপস ও পাইলস সেন্টার নামে প্রতিষ্ঠান গড়ে ব্যবসা করে আসছেন। সম্প্রতি তার চিকিৎসায় কিছু মানুষ প্রতারনার শিকার হন, অতিরিক্ত টাকা আদায় ও নামমাত্র ঔষধ দিয়ে সাইনবোর্ড সর্বস্ব ব্যবসা করায় বিভিন্ন মহলে সমালোচনা ছিলো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো জানান, তার সনদ না থাকায় তার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে সেবা মেডিকেল সেন্টারে অভিযান পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল ইসলাম জানান, এ বিষয় মোবাইল কোর্টে সে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
নাটোরে ৬ সনাতন পরিবারে ডাকাতি, নগদ টাকা স্বর্ণালংকার লুট
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,, নাটোর শহরে ৬টি সনাতন পরিবারে ডাকাতি ও লুটের ঘটনা ঘটেছে।দুর্বৃত্তরা এসব পরিবারের সদস্যদের …