বৃহস্পতিবার , ডিসেম্বর ৭ ২০২৩
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় কলম বাজারের সকল রাস্তার সিসি ঢালাই উদ্বোধন

সিংড়ায় কলম বাজারের সকল রাস্তার সিসি ঢালাই উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া: সিংড়ায় কলম বাজারের সকল রাস্তার সিসি ঢালাই উদ্বোধন।  প্রধানমন্ত্রীর গ্রাম হবে শহর এই শ্লোগানকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কলম বাজারের সকল রাস্তার সিসি ঢালাই উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালেএই সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়।  শুভ উদ্বোধন করেন, কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু। এসময় জনপ্রতিনিধি, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  চেয়ারম্যান মঈনুল হক চুনু জানান, অবহেলিত জনপদের মানুষ যেন পিছিয়ে না পড়ে এবং তাদের যোগাযোগের কারণে যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় তার জন্যেই এই যোগাযোগের দ্বার উন্মোচন করা হলো।

আরও দেখুন

বাগাতিপাড়া জেলার প্রথম ক্যাশলেস উপজেলা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়া উপজেলার সকল সরকারি দপ্তরকে প্রশাসনিকভাবে জেলার প্রথম ক্যাশলেস উপজেলা হিসেবে ঘোষণা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *