বৃহস্পতিবার , ডিসেম্বর ৭ ২০২৩
নীড় পাতা / আইন-আদালত / সাবেক স্ত্রী’র স্বামীকে হত্যা করতে গিয়ে অস্ত্রসহ আটক

সাবেক স্ত্রী’র স্বামীকে হত্যা করতে গিয়ে অস্ত্রসহ আটক

নিজস্ব প্রতিবেদক

নাটোরের গুরুদাসপুর থেকে অস্ত্রসহ বাবলু প্রামানিক নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। বুধবার বিকেল তিনটার দিকে তাকে অস্ত্রসহ আটক করা হয়। আটক বাবলু উপজেলার সাবগাড়ি এলাকার ময়েজ উদ্দিন প্রামানিকের ছেলে।,

র‌্যাব-৫, রাজশাহী এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসানন জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল  বুধবার বিকেল তিনটার দিকে নাটোর জেলার গুরুদাসপুর থানার পার-গুরুদাসপুর গ্রামে এলাকায় অভিযান পরিচালনা করে  ১টি স্টীলের তৈরী পাইপ গান, ১টি চাপাতি , ১টি চাইনিজ কুড়াল, ১টি চাকু, ১টি মোটর সাইকেলসহ  বাবলুকে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বাবলু জানায় তার স্ত্রী ০৪ সন্তানের জননী  আলেয়া বেগম (৩৬) কে তাহার আত্মীয় জাহিদ (৪৫) কিছু দিন পূর্বে রাতের অন্ধকারে পালিয়ে নিয়ে বিবাহ করে। সেই জন্য সে জাহিদকে হত্যা করার উদ্দেশ্যে ঐ অস্ত্র সহ ঘটনাস্থলে অবস্থান করছিল। পরে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়। 



আরও দেখুন

নাটোরে ৮কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: নাটোর রেলওয়ে ষ্টেশনে ৮ কেজি ভারতীয় গাঁজা পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *