মঙ্গলবার , নভেম্বর ১২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / সরকার শিক্ষার উপর বেশী গুরুত্ব দিয়েছে- হিলিতে সংসদ সদস্য শিবলী

সরকার শিক্ষার উপর বেশী গুরুত্ব দিয়েছে- হিলিতে সংসদ সদস্য শিবলী

নিজস্ব প্রতিবেদক, হিলি :
সরকার শিক্ষার উপর বেশী গুরুত্ব দিয়েছে। ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। এরাই জাতির ভবিষৎ। দিনাজপুরের হিলি-হাকিমপুর উপজেলার জালালপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ২৪ লাখ ৬৫ হাজার টাকা ব্যায়ে উর্দ্ধমুখী ভবন সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর- ৬ এর সংসদ সদস্য শিবলী সাদিক উপরোক্ত কথাগুলো বলেন।

আজ শুক্রবার বিকেলে বিদ্যালয় মাঠে শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি হিলি পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শিবলী সাদিক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।

আরও দেখুন

দীর্ঘ ২০ মাস পরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চালআমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,সরকার ভারত থেকে চাল আমদানিতে পুরোপুরি শুল্ককর প্রত্যাহার করে নেওয়ায়অবশেষে দীর্ঘ ২০ মাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *