লালপুর : নাটোরের লালপুর সংখ্যালঘু এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে থানা পুলিশ । বুধবার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে আবু বক্কর সিদ্দিক (৩২) ও তালেব (২৭) এর বিরুদ্ধে লালপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করলে পুলিশ তাদেরকে আটক করেন । উপজেলার পালিদোহা গ্রামের আব্দুল হাই এর পুত্র আবু বক্কর ও একই গ্রামের আদাবরের পুত্র তালেব ।
পারিবারিক সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর উপজেলার পালিদোহা গ্রামের ঐ ছাত্রী বাড়ী থেকে স্কুলে যাওয়ার পথে আবু বক্কর ও তালেব তাকে জোর করে তুলে নিয়ে যায় । পরে তাকে জোর পূর্বক ধর্ষণ করে এবং তার পিতা ও মাতাকে হুমকি দিয়ে বলে বিষয়টি কাউকে বলবিনা । এলাকার লোকজন বিষয়টি জানাজানি হলে, বুধবার রাতে মা বাদী হয়ে পালিদোহা গ্রামের আব্দুল হাই এর পুত্র আবু বক্কর ও একই গ্রামের আদাবরের পুত্র তালেব এর বিরুদ্ধে লালপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন । পরে তাদেরকে লালপুর থানা পুলিশ আটক করে । বৃহস্পতিবার সকালে বক্কর ও তালেবকে থানা পুলিশ নাটোর আদালতে প্রেরণ করেন । ঐ ছাত্রী আড়মবাড়ীয়া ভোকেশনাল স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী । এবিষয়ে লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, ধর্ষণের মামলায় আবু বক্কর ও তালেবকে আটক করা হয়েছে এবং সকালে তাদের নাটোর আদালতে পাঠানো হয় ।
আরও দেখুন
নাটোরে পাশের হার ৭৮.৪২, জিপিএ-৫ পেয়েছে ১৪৬৩
নিজস্ব প্রতিবেদক……. নাটোরে চলতি বছর ৮ হাজার ৯৯২ জন এইএচসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে।১১ …