নিজস্ব প্রতিবেদক, লালপুর
নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামে পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নবীনগর গ্রামে আজ বিকেল ৪ টার দিকে পদ্মা নদীর তীরে অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে বিষয়টি লালপুর থানা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ নারীর পরিচয় পাওয়া যায় নি। লালপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, স্থানীয়দের নিকট থেকে প্রাপ্ত খবরের প্রেক্ষিতে পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।এখনও পরিচয় জানা যায় নি।
আরও দেখুন
নাটোরে পাশের হার ৭৮.৪২, জিপিএ-৫ পেয়েছে ১৪৬৩
নিজস্ব প্রতিবেদক……. নাটোরে চলতি বছর ৮ হাজার ৯৯২ জন এইএচসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে।১১ …