বুধবার , এপ্রিল ২৪ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাদুর শিকারীর জেল

বাদুর শিকারীর জেল

নিজস্ব প্রতিবেদক: নাটোরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অমল সরদার নামে একজনকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  রবিবার সকাল নয়টার দিকে নাটোর সদর উপজেলার চাদপুর কৌরিয়া এলাকার রাজশাহী-নাটোর মহাসড়কের উপর এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত অমল যশোর জেলার চৌগাছা উপজেলার কংসাদিপুর এলাকার মৃত সূর্য সরদারের ছেলে।

এলাকাবাসী জানান, সদর উপজেলার চাঁদপুর কৌরিয়া এলাকা থেকে অমল সরদার জাল দিয়ে ১৬০টি বড় বাদুর শিকার করে নিয়ে যাচ্ছিল।  সেই সময় হাইওয়ে পুলিশের একটি দল ওই বাদুর সহ অমলকে আটক করে।  পরে সেখানে গিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক তাসনিমা খাতুন আদালত পরিচালনা করেন।  তিনি বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়ে জেলে প্রেরণের নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত বন ব্যবস্থাপনা কর্মকর্তা দেবাশীষ দে।

আরও দেখুন

চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ, সিংড়া স্বেচ্ছাসেবক লীগ সভাপতি-সম্পাদককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাসান ইমাম ও সাধারণ সম্পাদক মো. মোহন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *