শনিবার , এপ্রিল ২০ ২০২৪
নীড় পাতা / Uncategorized / বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫৭ পরিবার পেল অর্থ সহায়তা ও বীজ

বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫৭ পরিবার পেল অর্থ সহায়তা ও বীজ

বগুড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ৮ প্রকার সবজি বীজ বিতরণ করা হয়েছে। 
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের উদ্যোগে গত মঙ্গলবার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ১৫৭টি পরিবারের মাঝে এসব দেয়া হয়। 
এসময় প্রতিটি পরিবারকে সাড়ে ৪ হাজার টাকা এবং ঢেঁড়স, করলা, লাউ, শসা, মিষ্টি কুমড়া, বরবটি, লাল শাক ও পুঁইশাকের বীজের একটি করে প্যাকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের সেক্রেটারি এ কে এম সুরুত জামান।
ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য এলিজা রহমান কেয়া, ইন্টারন্যাশনাল ফেডারেল অব রেড ক্রসের প্রতিনিধি মো. শরিফ খাঁন প্রমুখ বক্তব্য রাখেন।

আরও দেখুন

পরিবর্তন হলো ২৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম

নিউজ ডেস্ক: শ্রুতিকটূ ও নেতিবাচক অর্থ বোঝায় এমন ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *