সোমবার , অক্টোবর ১৪ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র‌্যাব

বড়াইগ্রামে ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম

নাটোরের বড়াইগ্রামে ফেনসিডিলসহ সাইদুল ইসলাম নামে একজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার আটঘরিয়া ব্রিজ এলাকা থেকে তাকে ৪২৩ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটক সাইদুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কাপরিতলা গ্ৰামের মনসুর প্রামানিকের ছেলে। র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি রাজিব আহসান জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার আটঘরিয়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় ৪২৩ বোতল ফেনসিডিল সংরক্ষণ ও বিক্রয়কালে সাইদুল কে হাতেনাতে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুল ওই ফেনসিডিল সংরক্ষণ এবং বিক্রয়ের কথা জনসমক্ষে স্বীকার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

বেড়াতে এসে কেউটে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ……….নাটোরের বড়াইগ্রামে কাল কেউটে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে১৯ দিন চিকিৎসাধীন থাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *