শুক্রবার , সেপ্টেম্বর ২০ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, হিলি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমারে ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে হাকিমপুর পৌর সভা আয়োজিত বঙ্গবন্ধু সেভেন এ নাইড ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা আজ শুক্রবার বিকেলে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক ওই ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি ।

পৌর মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু, বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী টুটুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটনসহ অনেকে।

খেলায় ৮টি দল অংশগ্রহণ করলেও ফাইনালে হিলি জুনিয়র একাদশকে ০-১ গোল সোনাপুর একাদশ পরাজিত করে চাম্পিয়ন হয়।

প্রধান অতিথি বলেন, সীমান্তবর্তী হিলিতে মাঝেই খেলার আয়োজন করা দরকার। খেলা ধুলার মাঝে তরুণ ও যুবকরা থাকলে তারা নেশায় আশক্ত হবেনা।

আরও দেখুন

ভারত পেঁয়াজ রপ্তানিতে শুল্কায়ন ও রপ্তানি মূল্য কোমানোর পরহিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বাজারে

দাম কমেছে কেজিতে ১৫ টাকা নিজস্ব প্রতিবেদক: ভারত পেঁয়াজ রপ্তানিতে শুল্কায়ন ও রপ্তানি মূল্য কোমানোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *