নীড় পাতা / আইন-আদালত / পুঠিয়ায় জব্দকৃত ডাল পুকুরে- মারা গেছে সকল মাছ

পুঠিয়ায় জব্দকৃত ডাল পুকুরে- মারা গেছে সকল মাছ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে মঙ্গলবার দুপুরে একটি ডাউল মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ২১৮ বস্তা কেমিক্যাল মিশ্রিত জব্দকৃত ডাউল মিল থেকে উদ্ধার করে বানেশ্বর কলাহাট সংলগ্ন একটি পুকুরে ফেলে ধ্বংস করলে পুকুরের সব মাছ রাত গ্যাস হয়ে মারা যায়।

জানাযায়, মঙ্গলবার দুপুরে একটি পুকুরে জব্দ করা ডাউল ফেলে দিলে খুঁটিপাড়া গ্রামের আয়েন উদ্দিনের ছেলে আব্দুল রাজ্জাকের পুকুরে গ্যাস করে বুধবার সকালে প্রায় ২ লক্ষ টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ উঠেছে।

এব্যপারে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান বলেন, আমরা যখন পুকুরে জব্দকৃত ডাউল ফেলি তখন পুকুরের মালিক পক্ষের লোক ছিল কিন্তু তখন তারা মাছ আছে কি না কিছু বলেনি। যেহেতু মাছ মারা গেছে তারা অভিযোগ দিলে ক্ষতি পুরন দেওয়া হবে।

আরও দেখুন

নগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনপ্রতিনিধি ও  আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জুন ২০২৪ দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে  রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *