শুক্রবার , সেপ্টেম্বর ১৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / পিকআপ ভ্যানের ধাক্কায় নছিমন চালক নিহত

পিকআপ ভ্যানের ধাক্কায় নছিমন চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

নাটোরে পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রহমান নামে এক নছিমন চালক নিহত হয়েছে। নাটোর-পাবনা মহাসড়কের শহরতলীর গাজীরবিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান বড়াইগ্রাম উপজেলার কুমরুল গ্রামের আরাজ আলীর ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোজাম্মেল হক জানান, শুক্রবার ভোরে আব্দুর রহমান তার নছিমন চালিয়ে বনপাড়া থেকে নাটোরে আসছিল। পথে গাজির বিল এলাকায় এলে রাজশাহীগামী একটি পিকআপ ভ্যান নছিমনটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে নছিমন চালক আব্দুর রহমান ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। AddThis Sharing ButtonsShare to FacebookShare to LinkedInShare to Twitter

আরও দেখুন

যা খুশি তা করাকে স্বাধীনতা বলে না-

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান বলেছেন, “যা খুশি তা করাকে স্বাধীনতা বলে না। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *