বুধবার , অক্টোবর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোর শহরের হাফরাস্তা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নাটোর শহরের হাফরাস্তা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:নাটোর শহরের হাফরাস্তা ওয়াপদা কলোনি থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন জানান, নাটোর শহরের হাফরাস্তা ওয়াপদা কলোনির পরিত্যাক্ত ভবনের সিঁড়িতে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।  পুলিশ আরো জানায় মরদেহ দেখে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ শিঘ্রই মৃতের পরিচয় সনাক্ত করতে পারবে এবং তদন্ত করে কে বা কারা তাকে হত্যা করে করেছে তা বের করতে পারবে।

আরও দেখুন

নাটোরে পাশের হার ৭৮.৪২, জিপিএ-৫ পেয়েছে ১৪৬৩

নিজস্ব প্রতিবেদক……. নাটোরে চলতি বছর ৮ হাজার ৯৯২ জন এইএচসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে।১১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *