নিজস্ব প্রতিবেদক
নাটোরে সরকারী ও বেসরকারী সকল পর্যায়ে নারীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বৃটিশ কাউন্সিলের সহযোগিতায় ও চলন্তিকা গণপাঠাগারের আয়োজনে নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসুচি পালিত হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন দিঘাপতিয়া এমকে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ খানম, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জালালুম বাঈদ, চলন্তিকা গণপাঠাগারের সাধারণ সম্পাদক শিবলী সাদিকসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, সরকারী ও বেসরকারী সকল পর্যায়েই এবং সকল প্রকার পরিবহনে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত না করলে নারীদের কাজে স্বাচ্ছন্দ্য থাকবে না। ফলে সকল কাজ বাধাগ্রস্থ হবে। তাই কাজে গতিশীলতা আনয়নে সরকারী ও বেসরকারী সকল পর্যায়েই এবং সকল প্রকার পরিবহনে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করণের দাবী জানান তারা।
আরও দেখুন
লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন …