নিজস্ব প্রতিবেদক
নাটোরে সরকারী ও বেসরকারী সকল পর্যায়ে নারীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বৃটিশ কাউন্সিলের সহযোগিতায় ও চলন্তিকা গণপাঠাগারের আয়োজনে নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসুচি পালিত হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন দিঘাপতিয়া এমকে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ খানম, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জালালুম বাঈদ, চলন্তিকা গণপাঠাগারের সাধারণ সম্পাদক শিবলী সাদিকসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, সরকারী ও বেসরকারী সকল পর্যায়েই এবং সকল প্রকার পরিবহনে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত না করলে নারীদের কাজে স্বাচ্ছন্দ্য থাকবে না। ফলে সকল কাজ বাধাগ্রস্থ হবে। তাই কাজে গতিশীলতা আনয়নে সরকারী ও বেসরকারী সকল পর্যায়েই এবং সকল প্রকার পরিবহনে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করণের দাবী জানান তারা।
আরও দেখুন
নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও স্বেচ্ছাসেবী …