মঙ্গলবার , মার্চ ২৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শিল্প মালিক সমিতি সদস্যদের নিয়ে কর্মশালা ও হেলমেট বিতরণ

নাটোরে শিল্প মালিক সমিতি সদস্যদের নিয়ে কর্মশালা ও হেলমেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নাটরের হরিশপুর বাইপাস এর বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির অফিস(BEIOA) কক্ষে ব্র‍্যাক এর দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রেস প্রকল্প এর উদ্যেগে হালকা প্রকৌশল শিল্প মালিকদের জেন্ডার এবং সামাজিক অন্তর্ভুক্তিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শিল্পমালিক সমিতির অফিসে প্রো পুওর গ্রোথ অব রুরাল এন্টারপ্রাইজেজ থ্রো সাসটেইনেবল স্কিলস ডেভেলপমেন্ট-প্রোগ্রেস স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব্র্যাকের আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্যে রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনিসুর রহমান,কর্মশালাটি পরিচালনা করেন ব্র‍্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রেস প্রকল্প এর ফিল্ড টেকনিক্যাল অফিসার আশরাফুল ইসলাম এবং আলী হায়দার (রুমেল) উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা ব্র‍্যাক  প্রতিনিধি মোমেনা খাতুন।
এসময় শিল্পমালিক সমিতির ৪০ জন প্রকল্পের সদস্যদের মাঝে ৪০ টি হেলমেট ও কালো চশমা তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি আনিসুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কর্মপ্রচেষ্টার মধ্যেমে, আমরা সর্বোত্তোম চেষ্টা করবো দেশের জন্য কাজ করতে এবং দেশটা এগিয়ে নিতে। যাতে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।

আরও দেখুন

নাটোরে জুলাই আগষ্ট অভ্যুথানে ৯০ জন আহত ছাত্র – জনতার মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে জুলাই আগষ্ট অভ্যুথানে ৯০ জন আহত ছাত্র – জনতার মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *