নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা: নাটোরে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আত্রাই ঘাঘট বারনই গুর সহ বিভিন্ন নদীতে গত তিন দিনে ৫০ থেকে ৬০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। যদিও তা বিপদসীমার অনেক নিচে। বর্ষা পার হতে না হতেই নদ-নদীগুলোর পানি অনেক কমে যাওয়ায় আশঙ্কা দেখা দেয় জেলে এবং কৃষকদের মাঝে। মৌসুম শুরু না হতেই পানি কমে যাওয়ায় সেচের মাধ্যমে চাষাবাদ করতে অনেক খরচ হওয়ার আশঙ্কায় পড়ে যান কৃষকরা। জেলেদের মনেও একই আশঙ্কা দেখা দেয়। দ্রুত পানি কমে গেলে মাছের অভাব দেখা দিতে পারে তাতেই তারা কাজ হারিয়ে বসে থাকবেন। এমতাবস্থায় ভাদ্র মাসের শেষের দিকে বৃষ্টিপাত একটু বেশি হওয়ায় উজানের ঢলে আবারো নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
আরও দেখুন
যা খুশি তা করাকে স্বাধীনতা বলে না-
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান বলেছেন, “যা খুশি তা করাকে স্বাধীনতা বলে না। …