নীড় পাতা / অর্থনীতি / নাটোরে ন্যায্য মূল্যে টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু-ক্রেতাদের স্বস্তি

নাটোরে ন্যায্য মূল্যে টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু-ক্রেতাদের স্বস্তি

নিজস্ব প্রতিবেদক:
পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে নাটোরে পুলিশি নিরাপত্তায় টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে কালেক্টরেট ভবন চত্বরে একটি ট্রাকে করে এই পেঁয়াজ বিক্রি শুরু করা হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বিপনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতি কেজি ৪৫ টাকা দরে পেঁয়াজ নিতে নারী-পুরুষ নির্বিশেষে ভীড় জমাতে দেখা গেছে। লাইন দিয়ে পেঁয়াজ কিনতে হিমশিম খেলেও সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ক্রেতারা। উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টিসিবি’র পেঁয়াজ ডিলার মানিক সাহা জানান, আজ সোমবার নাটোর কালেক্টরেট ভবন চত্বর থেকে মোট ২ টন (২ হাজার কেজি) পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এরপর টিসিবি কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তি বিক্রয় কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

নগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনপ্রতিনিধি ও  আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জুন ২০২৪ দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে  রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *