নিজস্ব প্রতিবেদক,নলডাঙ্গা: নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। “নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯” উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল দশটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা/কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।
আরও দেখুন
নাটোরে পৃথক দুটি অভিযান বিষয়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং
নিজস্ব প্রতিবেদক…….নাটোরে পৃথক দুটি অভিযান বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন। আজ …