নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম: বগুড়ার নন্দীগ্রামে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে দু’দিন ব্যপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। ৭ই ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে চলছে। অর্জনকে টেকসই করতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আগ্রহ বাড়াতে হবে। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক, নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওসমান গণি সরকার, থানার অফিসার ইনচার্জ শওকত কবির, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক ও একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতানা প্রমুখ। এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩ টি স্টল বসানো হয়েছে।
আরও দেখুন
নাটোরে বাংলাদেশ এপেক্স ক্লাব জেলা-৯ এর ১৫তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,, নাটোর এপেক্স ক্লাবের আয়োজনে বাংলাদেশ এপেক্স জেলা-৯ এর ১৫তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত …