শনিবার , এপ্রিল ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁর নদীতে নিখোঁজের একদিন পর নিতির মরদেহ উদ্ধার

নওগাঁর নদীতে নিখোঁজের একদিন পর নিতির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ নিতি (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। নিতি আক্তার উপজেলার আটগ্রাম গ্রামের প্রবাসী ফজলুর রহমানের মেয়ে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ মোসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দিন দুপুরে ৯৯৯ থেকে ফোন আসে, উপজেলার আটগ্রাম এলাকায় পানির স্রোতে চতুর্থ শ্রেণীর শিশু কন্যা নিতি আক্তারের ভেসে যাওয়া খবর। সাথে সাথে থানার এসআই রুবেল আলমকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়। নিতি আক্তার উপজেলার কলকাকলি কিন্ডার গার্টেন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী। নিতি তার ফুপাতো বোন যুথী আক্তারকে সাথে নিয়ে বাড়ির পাশে আত্রাই নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায় সাঁতার কেটে নদীর মাঝ প্রান্তে পৌঁচ্ছালে পানির স্রোতে ভেসে যায় সে। খবর পেয়ে বিকেলে আত্রাই ফায়ার সার্ভিস ও রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪ সদস্যর ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪ ঘণ্টার অভিযানে নদীতে স্রোতের কারণে তারাও ব্যর্থ হয়ে ফিরে যান। অবশেষে মঙ্গলবার দুপুরে উপজেলার মিরাপুর এলাকায় নদীতে নিতির ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

আরও দেখুন

বৈশাখের খরতাপে চলনবিলে শ্রমিকের মাঝে স্যালাইন-পানি বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: বৈশাখের তীব্র তাপদাহে মানুষ ও প্রাণীকুলের জীবন-যাপন হাঁসফাঁস অবস্থা। বিশেষ করে চলনবিলের কৃষি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *