নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কয়লাবাড়ি এলাকা থেকে ৩টি বিদেশী পিস্তুল, ১টি ওয়ান শুটারগান, ৩টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলিসহ ১ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৫। আজ সোমবার সকাল ৬ টার দিকে একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো, শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি গ্রামের খলিলুর রহমানের ছেলের মজিবুর রহমান (৩২)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে কলয়াবাড়ি এলাকায় মাদক অভিযান পরিচালনার সময় মজিবুরকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশি চালিয়ে তার কমড় থেকে ৩টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ৩টি ম্যাগজিন, ১৬ রাউন্ড গুলিসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানায়, মজিবুর দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকা কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
আরও দেখুন
দীর্ঘ ২০ মাস পরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চালআমদানি শুরু
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,সরকার ভারত থেকে চাল আমদানিতে পুরোপুরি শুল্ককর প্রত্যাহার করে নেওয়ায়অবশেষে দীর্ঘ ২০ মাস …