রবিবার , সেপ্টেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / চাঁপাইনবাবগঞ্জে নকল জাতীয় পরিচয়পত্রে স্মার্টকার্ড তৈরীর দায়ে একজনের কারাদন্ড, অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জে নকল জাতীয় পরিচয়পত্রে স্মার্টকার্ড তৈরীর দায়ে একজনের কারাদন্ড, অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পরিচয়পত্রের নকল স্মার্টকার্ডসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সরকারি বাহিনীর নকল পরিচয়পত্র তৈরীর দায়ের একজনকে জেল জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ রবিবার রাত সাড়ে ৮ টার দিকে নিমতলা মোড়ে ডিজিটাল গ্রাফিক্সের মালিক জি.এস.এম মুর্শেদ সুমনকে ২ মাসের কারাদÐ ও ১ লাখ টাকা জরিমান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকবাল হোসেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিমতলা মোড় এলাকায় মুর্শেদ সুমনের গ্রাফিক্সের ব্যবসা প্রতিষ্ঠানে নকল জাতীয় পরিচয়পত্রের স্মার্টকাডস, বিভিন্ন সরকারী বাহিনীর নকল পরিচয়পত্র তৈরি করেন। এ সংবাদে ভিত্তিতে মুশেদের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার প্রতিষ্ঠানের থেকে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড, পুলিশ, র‌্যাব, এনএসআইসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নকল পরিচয়পত্র পায়। পরে তাকে দুই মাসের কারাদÐ ও এক লাখ টাকা জরিমানা দেয়া হয়।
রাতেই মুর্শেদ সুমনকে কারাগানে পাঠানো হয়েছে। পৌর এলাকার আজাইপুর মহল্লার ওমর ফারুকের ছেলে মুর্শেদ সুমন (৩৮)।

আরও দেখুন

ডিজিএনএম এর মহাপরিচালক মাকসুরা নুর নার্সিং পেশা ও নার্সদের কটুক্তি করার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে নার্সের মানববন্ধন পালিত

 নিজস্ব প্রতিবেদক: নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় ডিজিএনএম এর মহাপরিচালক মাকসুরা নুরসহ নার্সিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *