বুধবার , অক্টোবর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকা থেকে ১০ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। আজ বুধবার দুপুরে গোমস্তাপুুর উপজেলার সোনাচন্ডি একালার একটি আগবাগান থেকে গাজাসহ ৩ জনকে আটক করা হয়।
আচককৃতরা হলো নওগাঁ জেলার সোনাপুর গ্রামের মোস্তফার ছেলে মনিরুল ইসলাম (২৭), গোমস্তাপুর উপজেলার হাসানপুর এলাকার আব্দুল হাই এর ছেলে আব্দুস সামাদ (৩২) এবং নাচোল উপজেলার আলমপুর মহল্লার আমিরুল ইসলামের ছেলে আব্দুল আলীম (১৯)।
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, ‘সোনাচন্ডি এলাকায় একটি আমবাগানে অবৈধভাবে মাদক বিক্রয় করা হচ্ছে এই সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনার সময় মনিরুল সামাদ ও আলীমকে ১০ কেজি ১০০ গ্রাম গাজাসহ হাতেনাতে আটক করা হয় তাদের।
র‌্যাব আরো জানায়, তারা দীর্ঘদিন যাবত গাজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে পাশের হার ৭৮.৪২, জিপিএ-৫ পেয়েছে ১৪৬৩

নিজস্ব প্রতিবেদক……. নাটোরে চলতি বছর ৮ হাজার ৯৯২ জন এইএচসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে।১১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *