বৃহস্পতিবার , জুলাই ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

গুরুদাসপুরে মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক,গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস।
উপজেলা স্মৃতি সৌধে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনার আনুষ্ঠানিকতা শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে জমায়েত হতে থাকে বীরমুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনের লোকজন পৌরপ্রশাসন,পুলিশ প্রশাসন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ,ব্যাংক বীমা,এনজিওসহ বিভিন্ন সংস্থার লোকজন। স্থানীয় সাংসদ এর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের শ্রদ্ধা নিবেদনের পরপরই একে একে সারিবদ্ধ ভাবে উপজেলা প্রশাসনের পক্ষে মোঃ আনোয়ার হোসেন ও মোঃ তমাল হোসেন, পৌর প্রশাসনের পক্ষে পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা,বীর মুক্তিযোদ্ধাগণ, গুরুদাসপুর থানা পুলিশ,উপজেলা ও পৌর শাখার আওয়ামীলীগ যুবলীগ, উপজেলা ও পৌর শাখার ছাত্রলীগ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন পুষ্পস্তবক অর্পন করে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও দেখুন

নগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনপ্রতিনিধি ও  আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জুন ২০২৪ দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে  রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *