নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরে নদী থেকে অবৈধ সোঁতিজাল উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান মঙ্গলবার দুপুরে উপজেলার খুবজীপুর ইউনিয়নের পিপলা-কাঁটাবাড়ি নদীতে ওই উচ্ছেদ অভিযান চালান।
জানা যায়, ওই এলাকার সাগর, ফরমান ও মামুনের নেতৃত্বে পিপলা-কাঁটাবাড়ি নদীতে বাঁধ দিয়ে সোঁতিজাল পেতে নৌযান যাতায়াতের পথ বন্ধ করে মাছ শিকার করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন একটানা তিনঘন্টা অভিযান চালিয়ে ওই সোঁতিজাল উচ্ছেদ করে। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর কবির উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, অভিযুক্তরা পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। অবৈধ সোঁতিজালের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।#
আরও দেখুন
নাটোরে ৬ সনাতন পরিবারে ডাকাতি, নগদ টাকা স্বর্ণালংকার লুট
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,, নাটোর শহরে ৬টি সনাতন পরিবারে ডাকাতি ও লুটের ঘটনা ঘটেছে।দুর্বৃত্তরা এসব পরিবারের সদস্যদের …