নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়া উপজেলার লক্ষণহাটী এলাকায় জমিতে লাগানো প্রায় ৩৮ বনজ চারা গাছ মুচড়ে ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্প্রতিবার রাতের কোন এক সময় এমন ঘটনা ঘটে। এব্যাপারে ভুক্তভুগী জমির মালিক বাগাতিপাড়া থানায় লিখিত অভিযোগ করেছে। জানা যায়,উপজেলার টুনিপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে টিপু সুলতান তার নিজ জমি লক্ষণহাটীতে প্রায় ৩৮ টি আকাশ মনি গাছের চারা রোপন করে। শুক্রবার সকালে স্থানীয়দের ফোনে পেয়ে জমিতে এসে দেখেন ৩৮ টি গাছের মাথা মুচড়ে ভেঙ্গে ফেলেছে কেবা কাহারা। তবে অনুমান করা যাচ্ছে বৃহস্প্তিবার রাতের কোন এক সময় এমন এ ঘটনা ঘটিয়েছে। এব্যাপারে শুক্রবার সন্ধায় টিপু সুলতান বাদী হয়ে কয়েকজন অজ্ঞাতনামার উল্লেখ করে বাগাতিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন।
আরও দেখুন
সিংড়ায় ঝড়ে ভেঙ্গে পড়লো শতবর্ষী বৃক্ষ মানিক
নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নের শতবর্ষী গাছ বৃক্ষ মানিক আকর্ষিকঝড়ে ভেঙ্গে পড়েছে। শতবর্ষী এই …