বৃহস্পতিবার , মার্চ ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / একজন স্বপ্নবাজ শাহিনা খাতুন

একজন স্বপ্নবাজ শাহিনা খাতুন

একজন স্বপ্নবাজ শাহিনা খাতুন । যিনি শুধুই একজন সরকারী আমলা বা নাটোরের সাবেক জেলা প্রশাসক নন। যিনি নাটোরকে পেয়েছেন নিজের ঘর হিসেবে। যিনি স্বপ্ন দেখেছেন অবসরের পরে নাটোরের উন্নয়ন কর্মকান্ডে যুক্ত থাকার। নাটোরকে কেন্দ্র করে পেয়েছেন দুই দুইবার জনপ্রশাসন পদক। কী তার অনুভূতি জেনে নিই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে। “পরিশ্রম উদ্ভাবন আর দেশসেবার স্বীকৃতি পেলাম। জনপ্রশাসন পদক-২০১৯ (জাতীয়) পেলাম। কৃতজ্ঞতা মহান আল্লাহপাকের দরবারে যিনি সম্মান প্রদান করার এবং সম্মান কেড়ে নেওয়ার মালিক। অতঃপর কৃতজ্ঞতা এই কাজের সাথে জড়িত জেলা উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, সকল স্তরের স্থানীয় জনপ্রতিনিধি, মাননীয় সংসদ সদস্য, স্থানীয় সুধীজন যারা প্রশাসনের সব কাজে সহযোগিতা করেন এবং সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দদের। মূলতঃ কাজটা ছিল অনেক জনসম্পৃক্ত ও শ্রমসাধ্য। আজ যখন পদক নিচ্ছিলাম তখন নিজের মনের কাছে একরকম লজ্জা পেয়েছি যে এত লোকের পরিশ্রম আর পদক নিলাম মাত্র ৬ (ছয়) জন। আমার এ পদক এ কাজের সাথে অসংখ্য মানুষ যারা জড়িত ছিলেন তাদের তরে উৎসর্গ করলাম।
নাটোরের জনপ্রতিনিধি, কর্মকর্তা ও সুধীজনের প্রতি অনুরোধ থাকলো পরিকল্পনা অনুযায়ী কাজ করে নাটোরকে একটি মডেল জেলায় পরিণত করবেন। মানুষের ইচ্ছাশক্তি যেখানে প্রবল সেখানে আল্লাহর রহমত নেমে আসে। টেকসই উন্নয়ন একটি শেকলের মত। শেকলের যেমন সবখানে ঠিক থাকতে হবে এবং একত্রে জড়িয়ে থাকতে হবে। ঠিক তেমনি সবাই মিলে একসাথে কাজ করে একটি সম্মৃদ্ধ সোনার নাটোর বানাতে হবে।” আপনার অব্যহত চেষ্টার জন্য নাটোরবাসী অবশ্যই কৃতজ্ঞ থাকবে।

আরও দেখুন

নাটোরে দুই মুরগি বিক্রেতাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : নাটোরের দুই মুরগি বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *