নিজস্ব প্রতিবেদক:
সেবা গ্রহিতাদের নিকট থেকে বাড়তি ফি পরিহার, অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে জেলার সকল সাব রেজিস্ট্রি অফিসে সিটিজেন চার্টার দৃশ্যমান করার নির্দেশ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একইসাথে মৎস্য সম্পদ রক্ষায় এবং নদী-নালা ও খাল বিলের পানির প্রবাহ স্বাভাবিক রাখতে সকল স্থানের অবৈধ ভাবে পেতে রাখা সুঁতি জালের স্থাপনা অপসারনের জন্যও জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন তিনি।
রোববার ( ১৩ সেপ্টেম্বর) নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় এই নির্দেশনা দেন তিনি। জেলা প্রশাসন এই মাসিক আইন শৃংখলা সভার আয়োজন করেন। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী পলক বলেন, প্রতিটি উপজেলায় সাব-রেজিষ্ট্রি অফিসে সাধারন মানুষ নানা ভাবে একটি সিন্ডিকেট চক্রের দ্বারা হয়রানীর শিকার হচ্ছেন। নির্ধারিত ফিয়ের চেয়ে অধিক পরিমান টাকা আদায় করা হয়। এসব অনিয়ম ও দুর্নীতি কোন ভাবেই মেনে নেয়া যায় না।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার দুর্নীতির বিরুদ্ধে সব সময়ই সোচ্চার রয়েছেন। তাই সকল সরকারী অফিস সহ সাব-রেজিষ্ট্রি অফিসগুলোতে সাধারন মানুষের সরকারী সেবা নিশ্চিত করতে এবং স্বচ্ছতা বজায় রাখতে সিটিজেন চার্টার দৃশ্যমান করতে হবে। জনসাধারনের কাছ থেকে বাড়তি ফি আদায় পরিহার করে শুধুমাত্র সরকারী ফি আদায়ের মাধ্যমে মানুষের সঠিক সেবা নিশ্চিত করতে হবে।
পলক বলেন, সরকার দেশের কৃষি উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। বিনামুল্যে, বীজ, সারসহ কৃষি উপকরন কৃষকদের মাঝে ভুর্তকি হিসাবে দিচ্ছেন। কারন কৃষকরা হলেন দেশের প্রাণ, অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। তাদেরকে কৃষি পন্য উৎপাদন ও বাজারজাত করনের পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। যাতে তারা কৃষি পণ্যের ন্যায্য মুল্য পায়। সবাইকে মনে রাখতে হবে কৃষক বাঁচলে, দেশ বাঁচবে।
তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে সড়ক হয়ে যে সমস্ত কৃষক বিভিন্ন কৃষিপণ্য বনপাড়া আড়ৎ ও আহম্মদপুর আড়তে নিয়ে যাবে তাদের তল্লাশীর নামে কোন হয়রানী করা যাবে না। তাদেরকে সহযোগিতা দিতে হবে।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসারের ওপর হামালার ঘটনায় নিন্দা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, উপজেলা নির্বাহী অফিসার সহ সকল সরকারী কর্মকর্তাদের নিরাপত্তার জন্য প্রতিটি উপজেলা কমপ্লেস্ক ও বাসভবনকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। মাদকের বিরুদ্ধে পুলিশকে আরো সোচ্চার হতে হবে। রাস্তাঘাটে মোটরসাইকেল চুরির ঘটনা বেড়েছে। এব্যাপারে পুলিশকে সর্তক দৃষ্টি রাখতে হবে, প্রয়োজনে পুলিশ টহল আরো জোরদার করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, জজ র্কোটের পিপি সিরাজুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ পরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পর্যায়ের কর্মকর্তাগন, উপজেলা চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং সাংবাদিক সহ আরো অনেকে।
সভায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসারের ওপর হামালার ঘটনায় নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয় । একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে দ্রæত বিচার কাজ সম্পন্ন করার দাবী জানানো হয়।
নীড় পাতা / আইন-আদালত / অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে সাব রেজিস্ট্রি অফিসগুলোতে সিটিজেন চার্টার দৃশ্যমান করার নির্দেশ
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …