রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

নাটোরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

নিজস্ব প্রতিবেদক:
‘জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকাল দশটায় সদর থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় থানা চত্বরে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক আবু নাছের ভ‚ঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি আব্দুস সালামসহ অন্যান্যরা।

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশে পরিণত করা হয়েছে। জনগনের প্রত্যাশা পূরণের মাধ্যমে এই বাহিনীকে সামনের দিনগুলোতে আরো যুগোপযোগী করে গড়ে তোলা হবে। এক্ষেত্রে কমিউনিটি পুলিশিং কার্যক্রম সহায়ক ভ‚মিকা পালন করছে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …