শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ঈগল প্রতীককে শকুন প্রতীক বলার অভিযোগ নৌকার সমর্থকের বিরুদ্ধে

ঈগল প্রতীককে শকুন প্রতীক বলার অভিযোগ নৌকার সমর্থকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক:

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বকুলের সমর্থক ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর বিরুদ্ধে সতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের ঈগল প্রতীক কে শকুন মার্কা প্রতীক বলার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ ডিসেম্বর) সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ঈগল প্রতীকের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আবুল কালাম।

অভিযোগ সূত্রে জানা যায় গত ২৬ ডিসেম্বর উপজেলার ফুলবাড়িয়া এলাকাসহ বিলমাড়িয়া ও দুড়দুড়িয়ার বিভিন্ন এলাকায় নির্বাচনী পথ সভায় বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক “ঈগল মার্কা” প্রতীককে শকুন মার্কা প্রতিক বলে অরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বকুলের সমর্থক ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী । ২৬ ডিসেম্বর বক্তব্যের সেই ভিডিতে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী পথ সভার বক্তব্য কালে সেই ৫৩ সেকেন্ডর একটি ভিডিওতে বলতে শুনাযায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চার এমপিকে পরিচয় করে দিয়েছেন ।

ওখানে শহিদুল ইসলাম বকুল এমপির কথা বলেছেন। নৌকা মাকায় নেত্রী ভোট চেয়েছেন, শকুন মার্কার ভোট চায় নাই। তিনি আরো বলেন আগামী ৭ তারিখে নির্বাচনের পরে শকুন মার্কাকে এই অপরাজনীতী থেকে বিদায় করতে চাই। আপনারা প্রস্তুত থাকবেন সন্ত্রাসবাদী হতে দিবো না এই লালপুর জনপদে। সহকারি রিটার্নিং অফিসার ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …