রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / আত্রাইয়ে ভায়া ও সিবিই ক্যাম্প উদ্বোধন 

আত্রাইয়ে ভায়া ও সিবিই ক্যাম্প উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর :

ন‌ওগাঁর আত্রাইয়ে জরায়ু- মুখ ও স্তন ক্যান্সার স্কীনিং কর্মসূচির ৫ দিন ব্যাপী ভায়া ও সিবিই ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টা নাগাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ উদ্ধোধন করা হয় । ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচি বঙ্গন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আমিনুল ইসলাম,ডা. আফরোজা ইয়াসমিন,ডা. লুৎফা আক্তার,ডা. বুশরা প্রমুখ। 

আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি জানান, এই কর্মসূচি ২৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত উপজেলার বিশটি কমিউনিটি ক্লিনিকে সাপ্তাহিক ছুটির দিন বাদে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …