নিজস্ব প্রতিবেদক ,বড়াইগ্রাম :
নাটোরের বড়াইগ্রামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি ভেঙ্গে ইউপি কার্যালয়ে নির্বাচনী সভা করার অভিযোগে চেয়ারম্যান ও সচিবকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। সোমবার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবু নাছের ভ‚ঁঞার পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ওয়ালিউল হাসান এ নোটিশ দেন।
জানা যায়, নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮এর ১৪(২) বিধি অনুযায়ী “সরকারি আধা-সরকারি প্রতিষ্ঠান কোন দল বা প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রচারের স্থান হিসাবে ব্যবহার করা যাবে না” মর্মে উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, নাটোর গত ১৮/১২/২০২৩ইং তারিখের স্মারক নং-০৫.৪৩.৬৯০০.০১১.০৯.০০১.২৩-৬৯৩ ইউনিয়ন পরিষদ/ পৌরসভাকে পত্রের মাধ্যমে নির্দেশনা প্রদান করেন। তা সত্তে¡ও গত শনিবার রাত আনুমানিক ১১.০০ ঘটিকা পর্যন্ত ২নং বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নৌকা প্রতিকের পক্ষে নির্বাচনী প্রচারনামূলক ‘উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়। মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন- ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সংসদ সদস্য প্রার্থী (নৌকা প্রতিক), মোঃ মমিন আলী, চেয়ারম্যান, ২নং বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদসহ নৌকা প্রতিকের কর্মী-সমর্থকরা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভের মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। পরে এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু নাছের ভ‚ঁঞার কাছে লিখিত অভিযোগ করলে তাদের দু’জনকে শো-কজ নোটিশ দেয়া হয়। মঙ্গলবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল কারণ দর্শানোর নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
নীড় পাতা / জেলা জুড়ে / আচরণ বিধি ভেঙ্গে ইউপি কার্যালয়ে নির্বাচনী সভা বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান ও সচিবকে কারণ দর্শানো নোটিশ
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …