বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে রেলপথে নাশকতা রোধে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ

নাটোরে রেলপথে নাশকতা রোধে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে রেলপথে নাশকতা রোধ করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহন করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় শহরের রেলষ্টেশনে নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেছে জেলা প্রশাসন, পুলিশ ও রেলওয়ে বিভাগ।

এ সময় জেলা প্রশাসক আবু নাছের ভ‚ঁঞা বলেন, জেলায় ৫৭ কিলোমিটার রেলপথের ২০টি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করছে রেলওয়ে পুলিশ। পাশাপাশি আনসার নিয়োজিত রয়েছে। কাজ করছে নিরাপত্তা ট্রলি। বিশেষ করে ব্রীজ, কালভার্ট, লেভেল ক্রসিং, রেলষ্টেশন, দূর্বল রেলপথ চিহ্নিত করে সমন্বিতভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …