রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া রাতের আধারে নৌকার নির্বাচনী পোস্টার ছিড়েছে দুষ্কৃতিকারীরা

বাগাতিপাড়া রাতের আধারে নৌকার নির্বাচনী পোস্টার ছিড়েছে দুষ্কৃতিকারীরা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের বাগাতিপাড়ায় রাতের আধারে আওয়ামী লীগ মনোনীত নৌকার  প্রার্থী শহিদুল ইসলাম বকুলের নির্বাচনী পোস্টার ছিড়েছে দুষ্কৃতকারীরা।

গত রবিবার মধ্যরাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চন্দ্রখইর বিদ্যুৎনগর বাজারে নৌকার অস্থায়ী নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতরাত সাড়ে ১১ টারদিকে নির্বাচনী প্রচারণা শেষে অফিস তালা বন্ধ করে বাড়ি চলেযান।মঙ্গলবার সকালে অফিস সংলগ্ন দোকানে চা খেতে এসে দেখে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলের দেড় থেকে দুই শতাধিক পোস্টার ছিড়ে রাস্তায়, নদীর পাড়ে ফেলে রেখেছে।

চন্দ্রখইর, বিদ্যুৎনগর এলাকার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলম মোল্লা জানান, বাজারে শুধু নৌকার পোস্টার ছিড়ে ফেলা হয়েছে। বাকী অন্যান্য সকল প্রার্থীর পোস্টার অক্ষতবস্থায় আছে। দুষ্কৃতিকারীরা রাতের আঁধারে শত্রুতা করে আমাদের এই পোস্টার গুলো ছিড়ে ফেলেছে।

এ বিষয়ে ৫৮ নাটোর-১ আসনের নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুল বলেন, সকালে নেতা কর্মীদের মাধ্যমে পোস্টার ছিড়ার খবর পেয়েছি। পোস্টার ছিড়ে নৌকার গণজোয়াড় ঠেকানো যাবেনা। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে।

বাগাতিপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও (ইউএনও) মোহাইমেনা শারমীন বলেন, ঘটনাটি  জানতে পেরেছি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশকে বলা হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নান্নু খান বলেন,পোস্টার ছেঁড়ার কথা স্থানীয়রা জানালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নৌকা প্রার্থীর সমর্থকরা মৌখিকভাবে অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …