রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুরে সিএনজির ধাক্কায় বাইসাকেল আরোহীর মৃত্যু

নাটোরের লালপুরে সিএনজির ধাক্কায় বাইসাকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে সিএনজির ধাক্কায় ভবেশ মন্ডল (৫০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার গোপালপুর সড়কের শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামের সামনে এঘটনা ঘটে। নিহত ভবেশ মন্ডল উপজেলার মহিষবাথান গ্রামের নারায়ন চন্দ্রের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায় লালপুর বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়িতে যাওয়ার পথে শহীদ মমতাজ উদ্দীন স্টেডিয়ামের সামনে সবুজ সিএনজি ধাক্কা দিলে ভবেশ মন্ডল রাস্তায় ছিটকে পড়েন। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভবেশ মন্ডলকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালপুর থানার অফিসার ইনচার্জ নাছিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান এঘটনায় সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …