রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় সেনাবাহিনী কর্তৃক নাটোর জেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

সিংড়ায় সেনাবাহিনী কর্তৃক নাটোর জেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

নাটোর জেলার সিংড়া থানাধীন চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন এবং ২৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ১৭ ইস্ট বেংগল রেজিমেন্ট কর্তৃক শীতার্ত মানুষের মাঝে ৫৭৫ টি কম্বল বিতরণ করা হয়। সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় নাটোর জেলার সিংড়া থানাধীন চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শীতার্ত স্থানীয়দের মাঝে কম্বল বিতরণ করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন ২৬ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রশিদুল ইসলাম, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি এবং ১৭ ইস্ট বেংগল রেজিমেন্ট এর অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর আহমদ সাদী, পিএসসি। স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …