শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / শিক্ষকের অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়- শাস্তির দাবিতে মানববন্ধন

শিক্ষকের অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়- শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া:

নাটোরের বাগাতিপাড়ায় এক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর সেই ঘটনায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকাবাসী মানববন্ধন করেছে। রবিবার সকালে উপজেলার লোকমানপুর বাজারে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযুক্ত শিক্ষক সরজিত কুমার হালদার লোকমানপুর উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্মের শিক্ষক হিসাবে প্রায় আঠার বছর যাবৎ কর্মরত রয়েছেন।

মানববন্ধনে আতিকুর রহমান, পিন্টু আলীসহ আরো অভিভাবক এবং এলাকাবাসীরা বলেন, কয়েকদিন থেকে শিক্ষক সরজিত কুামারের একটি অশ্লিল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা অত্যন্ত লজ্জাজনক এবং আপত্তিকর। আমরা মনে করি অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত শিক্ষকের দ্বারা কোন শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারেনা। শিক্ষকের এ ধরনের আচরণের প্রতিবাদ জানিয়ে তারা আরো বলেন, এবারের ঘটনা দিয়ে তার এইরকম ঘটনা পাঁচ বার ঘটলো। শিক্ষক সরজিতের তদন্ত সাপেক্ষে  কঠোর শাস্তি দাবি করে তারা বলেন ওই শিক্ষকের এমন কঠোর শাস্তি দেয়া হোক যাতে আর কোন শিক্ষক এমন কাজ করার সুযাগ না পায়। লোকমানপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আসলাম উদ্দীন জানান, ওই ঘটনায় শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেবার জন্য প্রধান শিক্ষককে বলা হয়েছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হুমাউন কবির জানান, ভিডিও দেখে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।শিক্ষক সরজিত কুমার হালদার বলেন, ভিডিওটি আমার স্ত্রীর সাথে ৭ থেকে ৮ মাস আগের। যা আমার ফোনে সেভ ছিল। কোন অসাধু ব্যাক্তি আমাকে ফাসানোর জন্য আমার অগোচরে ভিডিওটি আমার ফোন থেকে নিয়ে এই কাজ করেছে। প্রতিষ্ঠান থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন জানিয়ে বলেন দুই এক দিনের মধ্যে জাবাব দেয়া হবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …