শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে মাধ্যমিক শিক্ষা অফিসারকে মারপিট মামলায় প্রধান আসামী গ্রেফতার

নাটোরে মাধ্যমিক শিক্ষা অফিসারকে মারপিট মামলায় প্রধান আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রামে:

নাটোরের বড়াইগ্রামে অফিস কক্ষে ঢুকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফকে মারপিট মামলায় প্রধান আসামী রুবেল বালিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার মানিকপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে এই মামলায় মোট ৫জন গ্রেফতার হলো।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খান জানান, গত বৃহষ্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে তার কার্যালয়ের দরজা বন্ধ করে মারপিট করার ঘটনা ঘটে। এ সময় নাটোর ৪ আসনের সংসদ সদস্য সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ভাগনে জহির উদ্দিনসহ মোট ২৩ জন অংশ নেয়। এসময় হামলাকারীরা বলে, ‘এমপি স্যার নিষেধ করার পরেও তুই উপজেলায় নিয়োগ দিচ্ছিস, তোর হাত কেটে নিয়ে যাওয়ার নির্দেশ আছে।’

এসময় আগ্নেয়াস্ত্র বের করার কথাও বলে তারা। পরে ঐদিনই রাতেই ভুক্তভোগী শিক্ষা কর্মকর্তা বাদি হয়ে সংসদ সদস্যের ভাগ্নে জহির উদ্দিনসহ চারজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পরবর্তীতে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আবু বক্কর সরদার, ওসমান গণি ও জুয়েল রানা নামে তিনজনকে গ্রেফতার করে। এবং শনিবার রাতে মামলার প্রধান অভিযুক্ত রুবেল বালি ও এজাহারনামীয় ২নং আসামী জামাল উদ্দিকে গ্রেফতার করে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …