রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে কয়েল ফ্যাক্টরীতে আগুন,দুই ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

নাটোরের গুরুদাসপুরে কয়েল ফ্যাক্টরীতে আগুন,দুই ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের গুরুদাসপুরে ড্যানিয়াল এগ্রো কেমিকেলস কয়েক ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটে ঘটেছে। আজকেই সকাল ১০টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়ের নয়াবাজার বাজার এলাকায় কয়েল ফ্যাক্টরীতে এই অগ্নিকান্ড ঘটে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে গুরুদাসপুর উপজেলা ফায়ার সার্ভিস ইউনিট দল।

ফায়ার সার্ভিসের দলনেতা আলম হোসেন জানান, সকাল ১০.৩০মিনিটে অগ্নিকান্ডের খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন। ইতিমধ্যে কয়েল ফ্যাক্টরীতে কয়েলসহ সকল আসবাবপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এই আগুন সূত্রপাত কয়েল শুকানো ইলেকট্রিক্যাল হিটার হতে ঘটতে পারে বলে প্রাথমিক ধারনা করা হয়েছে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …