মঙ্গলবার , এপ্রিল ১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় অটো রিকশা উল্টে চালক নিহত

নলডাঙ্গায় অটো রিকশা উল্টে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় অটো রিকশা উল্টে চালক আবুল কালাম আজাদ (৩৮) নিহত হয়েছে । আজ ১০ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপার্শ্বে ব্রাহ্মণগ্রাম হতে হরিদাখলসী গামী পাকা রাস্তা হতে ব্রিজে ওঠার সময় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে নিহত হন তিনি।

নিহত চালক মোঃ আবুল কালাম আজাদ উপজেলার হরিদাখলসী গ্ৰামের ফজলুল হক ফজলের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আবুল কালাম আজাদ তার অটো চার্জারে থাকা হার্ডওয়্যার দোকানের বিভিন্ন মালামালসহ রবিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপার্শ্বে ব্রাহ্মণগ্রাম হতে হরিদাখলসী গামী পাকা রাস্তা হতে ব্রিজে ওঠার সময় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে ব্রিজের খাদের নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
এসময় স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোচালক আবুল কালাম আজাদকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে নলডাঙ্গা থানা পুলিশ উপস্থিত আছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও দেখুন

জুলাই বিপ্লবের খুনী হাসিনা ও তার দোসরদের বিচার অবশ্যই করতে হবে- মঞ্জরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে …