নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম :
“শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা”
”নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ”
এই স্লোগানে নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ( ৯ নভেম্বর) শনিবারে সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ বোরহানউদ্দিন মিঠু সহকারী কমিশনার( ভূমি) বড়াইগ্রাম নাটোর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হাবিবা খাতুন , দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আবু খায়ের, বীর মুক্তিযোদ্ধা , সাংবাদিক শাহাবুদ্দিন ইসলাম শিহাব প্রমুখ।
পরে “জয়িতা অন্বেষণ বাংলাদেশ” কার্যক্রমের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বিশেষ পাঁচটি ক্যাটাগরিতে উপজেলার সফল পাঁচ জন নারী উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাঁচ জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সফল নারী নিপারাণী সেন গুপ্ত, শিক্ষা ও চাকুরিতে লিথি রাণী পাল, সফল জননী মোছাঃ বিউটি বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমী মোছাঃ রহিমা ও সমাজ উন্নয়নে মোছাঃ আসমা বেগম। অনুষ্ঠানে বক্তারা বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা করেন