নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে সিভিল সার্জন অফিসের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে জেলায় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সিভিল সার্জন জানান, আগামী ১২ ডিসেম্বর ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ জনকে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী ২ লক্ষ ২৩ হাজার ৩৩ শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ৫২ টি ইউনিয়নে মোট ১৩৮৮ টি কেন্দ্র থেকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।
এতে কাজ করবেন স্বাস্থ্য সহকারী ১৪২ জন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ১৯৬ জন, পরিবার কল্যাণ সহকারী ২৩৩ জন এবং ২৭৭৬ জন স্বেচ্ছাসেবক একযোগে সাতটি উপজেলায় এই ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে যুক্ত থাকবেন।
আরও দেখুন
লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …