রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় অগ্নিকাণ্ডে পৌরসভার ২টি এ্যাম্বুলেন্সসহ মেয়রের গাড়ি ও চলো প্রকল্পের ১১টি অটো রিকশা পুড়ে গেছে

নাটোরের সিংড়ায় অগ্নিকাণ্ডে পৌরসভার ২টি এ্যাম্বুলেন্সসহ মেয়রের গাড়ি ও চলো প্রকল্পের ১১টি অটো রিকশা পুড়ে গেছে

নাটোর প্রতিনিধি নাটোরের সিংড়ায় পৌরসভার গ্যারেজে আগুন লেগে পুড়ে গেছে ২টি এ্যাম্বুলেন্সসহ মেয়রের গাড়ি ও চলো প্রকল্পের ১১টি অটো রিকশা। এসময় আহত হয়েছে ওই গ্যারেজের নৈশ প্রহরি। আজ ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিংড়া ফায়ার স্টেশন কর্মকর্তা।

সিংড়া ফায়ার স্টেশন ও পৌর সভা সুত্রে জানা যায়, আজ ভোর রাত চারটার দিকে সিংড়া পৌরসভা কার্যালয় সংলগ্ন গ্যারেজে আগুন লাগে। এসময় নৈশ প্রহরি চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং সিংড়া ফায়ার স্টেশনে খবর দেয়। এসময় আগুন নেভাতে গিয়ে নৈশ প্রহরি আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। খবর পেয়ে সিংড়া ফায়ার স্টেশন কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …