রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

নাটোরে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক:নাটোরে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শফিকুল ইসলাম শিমুল ও শহিদুল ইসলাম বকুলসহ  অন্যান্যে প্রাথীদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।  আজ বৃহস্পতিবার দলীয় নেতা কর্মিদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার আবু নাছের ভূঞা’র হাতে নাটোর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শিমুল মনোনয়ন পত্র জমা দেন। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমাদান শেষে শফিকুল ইসলাম শিমুল বলেন, আমি নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। দলমত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য কাজ করবো। অপরদিকে নাটোর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুল জেলার বাগাতিপাড়া উপজেলা সহকারী রিটানিং অফিসার নীলুফা সরকার এর কাছে মনোনয়ন পত্র জমা দেন।  এ পর্যন্ত জেলার মোট ৪টি আসনে ৪১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। নাটোর-০১ লালপুর-বাগাতিপাড়া) আসনে-১৫ জন, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে- ৭ জন, নাটোর-০৩ (সিংড়া) আসনে- ১১জন ও নাটোর-৪ (বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনে ৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *