নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর) :
নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্ত ব্যারিস্টার মোঃ আশিক হোসেনের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে নেতা কর্মীরা।
মঙ্গলবার (২৮ নভেম্বর ) বিকেলে লালপুর উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে পার্টি অফিসের সামনে এ মানব বন্ধন করেন নেতা কর্মীরা।
এসময় লালপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ বাবু তার বক্তব্য বলেন আমাকে মনোনয়ন না দিয়ে যে ব্যক্তির কে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে তার লালপুর-বাগাতিপাড়ায় উপজেলায় কোন সদস্য পদও নেই। আমাদের সকল নেতাকর্মীদের মতামতের বিপক্ষে সদ্য যোগদান করা একজনকে দলীয় মনোনয়নপত্র দেয়া হয়েছে। আমরা লালপুর বাগাতিপাড়া সকল নেতাকর্মীরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং তার মনোনয়নপত্র বাতিল করে পুনরায় সঠিক নেতৃত্বের হাতে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলার জাতীয় পার্টির সহ-সভাপতি ফরহাদ হোসেন , সাধারণ সম্পাদক আকতার হোসেন , লালপুর সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম রফিকুল ইসলাম, বিলমাড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সেন্টু প্রামাণিক প্রমুখ।